মালালার ওপর হামলা ছিল সাজানো

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পার্লামেন্টের তেহরিক ই ইনসাফ দলের সদস্য মুসারাত আহমাদ জেব দাবি করেছেন, শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাইয়ের ওপর যে হামলা হয়েছিল তা ছিল পূর্ব পরিকল্পিত ও সাজানো। এর সঙ্গে মানবাধিকার কর্মীসহ একাধিক পক্ষ জড়িত। শনিবার এক টুইটার বার্তায় মুসারাত এ দাবি করেছেন।

২০১২ সালে পাকিস্তানের সোয়াত উপত্যকার বাসিন্দা স্কুলছাত্রী মালালার ওপর হামলার ঘটনা ঘটে। খুশাল সরকারি স্কুলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তাকে সন্ত্রাসীরা গুলি করে। গুরুতর অবস্থায় তাকে পেশওয়ারের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের তেহরিক ই তালেবান এ হামলার দায় স্বীকার করেছিল। তালেবানের মুখপাত্র এহসানউল্লাহ এহসান এক বিবৃতিতে এ হামলায় তালেবানের সম্পৃক্ততার কথা স্বীকার করে দাবি করেছিলেন, বেঁচে গেলে মালালার ওপর আবারও হামলা হবে।

মুসারাত টুইটারে দাবি করেছেন, যারা মালালার চিকিৎসার দায়িত্বে ছিলেন তারাও সরকারের সাজানো পরিকল্পনায় অংশ নিয়েছিল ।

তিনি বলেন, আমাকেও এ ধরণের ‘নাটক’করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আমি এতে রাজী হননি। কারণ আমার অন্যদেশে আশ্রয় নেওয়ার কোনো আগ্রহ নেই।