মালিবালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির পরনে হাফপ্যান্ট ও শার্ট ছিল। তার বয়স আনুমানিক ১০ বছর।

জানা গেছে, শিশুটি রেললাইন ক্রস করে একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা দেয়। ‍গুরুতর আহত অবস্থায় রমনা থানার এসআই মো. এরশাদ তাকে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।