ক্রীড়া ডেস্ক : ভারতে চলছে ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৭। এই বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। সোমবার ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যায় ১২৯ রানের বড় ব্যবধানে।
সেই হারের কষ্টের স্মৃতি নিয়ে আজ মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ব্লাইন্ড ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এবার জয় পেয়েছে বাংলাদেশ। রীতিমতো দক্ষিণ আফ্রিকা ব্লাইন্ড ক্রিকেট দলকে উড়িয়ে দিয়ে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা দল। ফলে ৭২ রানের দারুণ এক জয় পায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।
ব্যাট হাতে বাংলাদেশের মো. আব্দুল মালেক ও মো. মহসিন হোসেন জয় ঝড় তোলেন। মালেক ৬৪ বলে করেন ৯০ রান। আর জয় ৪২ বলে করেন ৬২ রান। ২০টি রান আসে তানজিলুর রহমানের ব্যাট থেকে। এ ছাড়া অতিরিক্ত খাত থেকে আসে ৪৩টি রান। তাতে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১৫১ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকা ব্লাইন্ড দলের ইনিংস। ব্যাট হাতে আফ্রিকার ইফরেইম মাথাবো ৫৩ বলে ৪৭ রান করেন। ২৯ বলে ৩৪ রান করেন ডেভিড ল্যান্ড্রি। অতিরিক্ত খাত থেকে আসে ২৩টি রান।
বল হাতে বাংলাদেশের রশিদ ও ফয়সাল ১টি করে উইকেট নেন।
আগামীকাল নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।