মাস্ক-‌কিটসহ গ্রেফতার চারজন কারাগা‌রে

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের চিকিৎসা ও প্রতিরোধের কাজে ব্যবহৃত মাস্ক-‌কিটসহ বিপুল সংখ্যক চিকিৎসা উপকরণ অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুদ করার অভিযোগে গ্রেফতার চারজনকে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

একদিনের রিমান্ড শে‌ষে রোববার (১৯ এপ্রিল) তা‌দের আদাল‌তে হা‌জির ক‌রে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগা‌রে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপর‌দি‌কে আসা‌মিপ‌ক্ষের আইনজীবীরা জা‌মিন আবেদন ক‌রেন। শুনা‌নি শে‌ষে ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট জিয়াউর রহমান তা‌দের কারাগা‌রে পাঠানোর নির্দেশ দেন।

চার আসা‌মি হলেন- আনোয়ার হোসেন, অমিত বসাক, শোয়াইব ও শুভ।

গত ১৭ এপ্রিল এই চারজ‌নের এক‌দিন ক‌রে রিমান্ড মঞ্জুর ক‌রেন আরেক মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট সত‌্যব্রত শিকদার।

গত ১৬ এপ্রিল রাতে বাংলামোটরের জহুরা টাওয়ারে অবস্থিত এবিসি করপোরেশনের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।