মাহমুদউল্লাহ টেস্টে খেলবে না এটাতো আমার সিদ্ধান্ত

ক্রীড়া প্রতিবেদক, : বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ দেখতে শ্রীলঙ্কায় উড়ে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার পি. সারা ওভালে পুরোদিন মাঠে বসে ক্রিকেটারদের খেলা উপভোগ করেছেন তিনি।

পড়ন্ত বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। প্রসঙ্গ মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার পিছনে গত দুই-তিন দিন টিম ম্যানেজম্যান্ট, বিশেষ করে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথা বলা হলেও আজ পি. সারায় ভিন্ন তথ্য দিয়েছেন বোর্ড সভাপতি।

নাজমুল হাসান বলেন,‘মাহমুদউল্লাহর বাদ পড়ায় কোচ হাথুরুসিংহের কোনো ভূমিকা নেই। এখানে প্রতিটি সিদ্ধান্ত আমার। হাথরুর কথা কেন আসছে তা বুঝি না। মাহমুদউল্লাহ টেস্টে খেলবে না এটাতো আমার সিদ্ধান্ত।’

বাদ পড়ার কারণ প্রসঙ্গে নাজমুল বলেছেন,‘বেসিক্যালি ওর বাদ পরার কারণটা হচ্ছে এই টেস্টটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহমুদউল্লাহ, তামিম, সাকিব, মুশফিক এই চারজনের অবদান নিয়ে কারো কোনো সন্দেহ নেই। আমরা ওদের কত পছন্দ করি এটা মাহমুদউল্লাহকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। কিন্তু একজনকে আমরা পছন্দ করি দেখে, সে আগে ভালো খেলছিল দেখে ফর্ম না থাকার সময়ও বারবার সুযোগ পাবে এটা কেমন কথা! দল নড়বড়ে হয়ে যাচ্ছে। আমাদের পক্ষে বসে থাকা সম্ভব না। আমাদেরকে পরিবর্তনের সিদ্ধান্ত নিতেই হল!’

দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়ার পাশাপাশি মাহমুদউল্লাহকে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকেও বাদ দেওয়ার ইচ্ছে ছিল টিম ম্যানেজম্যান্টের। এ জন্য শ্রীলঙ্কা থেকে নির্বাচকদের পাঠানো হয় বিশেষ নোট। এ প্রসঙ্গে নাজমুলের ভাষ্য,‘মাহমুদউল্লাহ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেই এমন কোনো কথা আমাকে কেউ বলেনি। তাকে বাদ দেওয়ার বিষয়টি তো আগে আমার কাছে আসতে হবে। আমি যদি অনুমতি না দেই তাহলে কে কি দেশে পাঠালো তাতে লাভ কি! আমার কাছে হাথুরু কখনো কিছু পাঠায় না। তালিকা আমাকে পাঠায়নির্বাচক প্যানেল।’

অনেক নাটকের পর মাহমুদউল্লাহকে ওয়ানডে স্কোয়াডে নিয়েছে বাংলাদেশ। সামনে তার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মাহমুদউল্লাহ চেয়েছিলেন ওয়ানডে সিরিজের আগে পরিবারের সঙ্গে দেশে দুদিন কাটিয়ে আসবেন। কিন্তু বোর্ড সভাপতি তাকে দেশে যাবার অনুমতি দেননি। টেস্ট স্কোয়াডে না থাকলেও টিম হোটেলে সবার সঙ্গে কলম্বোর তাজ সমুদ্রায় আছেন মাহমুদউল্লাহ।