মাহমুদ সুজনের শারীরিক অবস্থার আরো উন্নতি

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের চিকিৎসা চলছে সিঙ্গাপুরে। সোমবার রাত ১১টা ৫০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদ মাহমুদকে সিঙ্গাপুর নেওয়া হয়।

সিঙ্গাপুরের গ্লেনঈগলস হসপিটালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিসিবি কোনো বিবৃতি না দিলেও নিশ্চিত হওয়া গিয়েছে খালেদ মাহমুদের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। শরীর ভালোমত সাড়া দিচ্ছে। চিকিৎসকদের সঙ্গে ইশারায় ভাব বিনিময় করছেন। সিঙ্গাপুরে পুনরায় তার সকল পরীক্ষা করানো হয়। সেখানেও খারাপ কিছু ধরা পড়েনি বলে নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। ৪৮ ঘন্টা পর চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে খালেদ মাহমুদের শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন।

দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন খালেদ মাহমুদ। পাশাপাশি ডায়াবেটিসও রয়েছে। শনিবার গভীর রাতে হুট করেই অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রোববার দুপুরে নিয়ে যাওয়া হয় ইউনাইটেড হাসপাতালে।

ইউনাইটেড হাসপাতালের জরুরী বিভাগে অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয় খালেদ মাহমুদকে। ওই সময়ে তার গ্লাসগো কমা স্কেল (জিসিএস) এর মাত্রা ছিল ১৫ তে ৬। হাসপাতালে নেওয়ার পরই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে তার অবস্থা ছিল সংকটাপন্ন। তবে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। সোমবার সকালে তার এমআরআই করানো হয়।

দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আরো উন্নত চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর নেওয়া হবে খালেদ মাহমুদকে। এরপর রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর নেওয়া হয় তাকে।

গত শনিবার ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসরে অংশ নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ফেরেন খালেদ মাহমুদ। মাস্টার্স ক্রিকেট কার্নিভালে তিনি র-নেশন ঢাকা মেট্রো মাস্টার্সকে নেতৃত্ব দেন।