মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃঃ-ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে “মা-সমাবেশে” অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মা-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াছমিন, ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) আহমেদ রাজিউর রহমান, একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, ডিমলা বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ও গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ। মা- সমাবেশে বিপুল সংখ্যক মা অভিভাবক অংশ নেয়।সমাবেশে প্রধান অতিথি স্হানীয় এমপি বলেন,পৃথিবীতে মায়ের বিকল্প নেই,আর মায়ের কোনো তুলনাও হয়না, মা অতুলনীয়।সব শেষে ওই বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষকের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরনী কান্ত রায়।