পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় চার জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরের দিকে বাউফল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ফিরোজ হাওলাদার (২৫), রাসেল হাওলাদার (২০), আবুল কালাম (৩৫) ও দুলাল বেপারী (২৮)।
কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য বিভাগ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তেতুঁলিয়া নদী থেকে এই জেলেদের আটক করেন।
এদের সবার বাড়ি উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের চর ওয়াডেল এলাকায়। এ সময় তাদের কাছ থেকে জব্দকৃত ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।