মা-মেয়ের সন্ধানে সকাল থেকে অভিযান শুরু

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা শহরের আগাপাড়া এলাকায় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়া মা-মেয়ের সন্ধানে বুধবার সকাল থেকে অভিযান শুরু করেছে সেনাবাহিনী, দমকলকর্মী ও স্থানীয়রা।

মঙ্গলবার রাতে শহরের আগাপাড়া এলাকায় পাহাড় ধসে মা কামরুন নাহার ও তার মেয়ে সুপ্রিয়া বেগম নিখোঁজ হন। মঙ্গলবার খারাপ আবহাওয়ার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। দেড়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে বুধবার রাঙামাটি থেকে বান্দরবান এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করবেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার উদ্ধার কাজ করা বেশ ঝুঁকিপূর্ণ ছিল। তাই কাজ বন্ধ রাখতে হয়েছিল। আজ ফের আমরা উদ্ধার কাজ শুরু করেছি।’