মা হতে যাচ্ছেন শখ!

প্রথম সংসার এর ইতি টানার পর গেল বছরের মে মাসে দ্বিতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ হন আনিকা কবির শখ। তাঁর বর্তমান স্বামী গাজীপুরের ব্যাবসায়ী রহমান জন। জানা যায় পারিবারিকভাবে কিছুটা চুপিসারে বিয়ের কাজ সম্পন্ন করেন শখ।

জানা যায়, নতুন আগামীর অপেক্ষায় এ অভিনেত্রী। কারন মা হতে যাচ্ছেন এ অভিনেত্রী। এ সম্পর্কে তিনি বলেন, “নতুন আগামীর অপেক্ষায় আছি। তাই দোয়া চাই সবার”।

এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী আরও বলেন, ‘এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। ডাক্তার মনটাকে একদম ফ্রেশ রাখতে বলেছেন।’

মাতৃত্বকালীন অবসর কাটাচ্ছেন শখ। কয়েকমাস আগে ফেসবুক, ইনস্টাগ্রাম হ্যাকড হয় এ অভিনেত্রীর। অবশেষে বিয়ে করে সংসারে মনোযোগী শখ। দূরে আছেন শোবিজ থেকে।

ভক্তদের উদ্দেশে এক সাক্ষাৎকারে শখ বলেন, ‘আমরা দুটি মানুষ খুব ভালো আছি আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।’

২০১১ সালে একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে সম্পর্ক হয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে। চার বছর চুটিয়ে প্রেম করে ২০১৫ সালের ৭ জানুয়ারি গোপনে বিয়ে করেন তারা। অজানা কারণে বিয়ের দুই বছরের মধ্যে মান-অভিমান শুরু হয় তাদের। ভেঙে যায় শখ-নিলয়ের সংসার।

তারপর অনেকটা লাপাত্তা হয়ে যান শখ। দূরে সরেন মিডিয়া থেকে। দীর্ঘ সময় আড়ালে থাকার পর বছর দুয়েক আগে প্রকাশ্যে এসেছেন তিনি। অভিনেতা তাসকিন রহমানের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন বলেও খবর পাওয়া গেছে।