নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েসের মরদেহ আগামী রোববার রাতে ঢাকায় পৌঁছাবে।
বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন উইং থেকে এ তথ্য জানা গেছে।
গত ১১ মার্চ শ্বাসকষ্টজনিত রোগে ব্রাজিলের ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ব্রাসিলিয়া থেকে সপ্তাহে মাত্র একটি বিমান মরদেহ বহন করে থাকে। সেই বিমানেই মিজারুল কায়েসের মরদেহ আনার চেষ্টা চলছে।
সংস্কৃতিমনা এ কূটনীতিক ১৯৮২ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ব্রাজিলের রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে মিজারুল কায়েস যুক্তরাজ্য, রাশিয়া ও মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি পররাষ্ট্র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।