
নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার মিটফোর্ডের ওষুধ মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনিবন্ধিত, নকল ও ভেজাল ওষুধ জব্দ করেছে র্যাব।
এ সময় চারটি গোডাউন ও একটি বাসা সিলগালা করে দেওয়া হয় বলে র্যাব জানায়।
মঙ্গলবার র্যাব হেডকোয়ার্টার্স থেকে আরো জানানো হয়, সোমবার বিকেলে থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোডাউনগুলো ভর্তি নকল ও নিম্নমানের ভেজাল ওষুধ পাওয়া যায়। এ ছাড়া একটি বাড়িতে রাখা বিপুল পরিমাণ অনিবন্ধিত ওষুধও পাওয়া যায়। এ ঘটনায় মো. মাসুদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘দীর্ঘ দিন ধরে এ মার্কেট থেকে ভেজাল ও অনিবন্ধিত ওষুধ বাজারে বিক্রি করে আসছিল অসাধুচক্র, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।’