জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নিয়মিত আয়োজন ‘মিট দ্য রিপোর্টার্স’ এ রোববার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সকাল ১১টায় ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে মন্ত্রী তার তথ্য মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী।