মিনা যুগে যুগে আমাদের আর্দশ হয়ে থাকবে

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, মিনার বয়স বাড়েনি, মিনা চিরন্তন। যুগে যুগে সে আমাদের আর্দশ হয়ে থাকবে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে ‘মিনা দিবস’ উপলক্ষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মিনা আমাদের আদর্শের নায়ক। সমাজে এখনো অনেক জায়গায় অব্যবস্থাপনা রয়েছে। যার সমাধান সরকারের একার পক্ষে সম্ভব নয়। সেই কাজটি করা হবে মিনা কার্টুনের মাধ্যমে।’

মন্ত্রী বলেন, দুই-চার বছর পর দেশের আর কোনো শিশু প্রাথমিক শিক্ষায় ঝরে পড়বে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন, ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ আসিফ-উজ- জামান, প্রখ্যাত শিল্পী ও কার্টুনিস্ট মুস্তাফা মনোয়ার, ইউনিসেফের বাংলাদেশ কান্ট্রি অফিসার অ্যাডোয়ার্ড বেগবিদার।

এবারের প্রতিপাদ্য ছিল, ‘ঝড়-ঝঞ্ঝা-বন্যায় পাঠ বন্ধ নয়, মানসম্মত শিক্ষায় জাতি ধন্য হয়’।