মিয়ানমারের সীমান্তে মাইন পাতছে বলে অভিযোগ, প্রতিবাদ করবে বাংলাদেশ

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হচ্ছে, গত তিনদিন ধরে বাংলাদেশের সাথে সীমান্তের একাংশ জুড়ে ভূমি মাইন পেতে রাখছে মিয়ানমার, যাতে করে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা আর ফিরতে না পারে।

তাদের খবরে বাংলাদেশের অন্তত দুজন সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সীমান্তের এত কাছে মাইন পাতার প্রতিবাদ জানাবে বাংলাদেশ এবং আজই (বুধবার) আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ জানানো হবে।

রয়টার্সের পাঠানো এই খবরটি অবশ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবিসি বাংলা।

তবে বাংলাদেশের একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানিয়েছেন, সীমান্তে মাইন পেতে রাখার এবং এসব মাইনে বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গা শরণার্থীদের হতাহত হবার কিছু কিছু খবর তারাও পাচ্ছেন।

এদিকে, মিয়ানমারের নেতা অং সাং সু চি দাবি করেছেন, রাখাইন প্রদেশে যে সংকট চলছে তা তার ভাষায় ভুল তথ্যের মাধ্যমে বিকৃত করা হচ্ছে।

মিস সু চি’র অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে আজ বলা হয়, রাখাইনে সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে, যেটাকে ভুয়া সংবাদের মাধ্যমে উসকে দেয়া হচ্ছে যাতে সন্ত্রাসীদের উদ্দেশ্য হাসিল হয়।

মিয়ানমার সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পরপরই এই বিবৃতিটি প্রকাশ করা হল।

তথ্যসূত্রঃ বিবিসি