নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকার একটি জঙ্গি আস্তানায় লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা ‘অপমৃত্যু’ মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১২ অক্টোবর ধার্য করেছেন আদালত।
শনিবার মামলার এজাহার আদালতে পৌঁছালে তা গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী দারুস সালাম থানার এসআই মোহাম্মদ যুবায়েরকে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে গত ৬ সেপ্টেম্বর র্যাব-৪ এর উপ-সহকারী পরিচালক (ডিএবি) হারুন অর রশিদ বাদী হয়ে দারুস সালাম থানায় মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে কমলপ্রভা নামের ছয়তলা ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র্যাব। মঙ্গলবার বেশ কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয় জঙ্গিনেতা আবদুল্লাহসহ সাতজন। এর আগে আবদুল্লাহের বোন র্যাবের কাছে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ ও গলির নৈশপ্রহরী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।