মিরপুরের দারুস সালামে জঙ্গি আস্তানায় এক জঙ্গিসহ সাতজন অবস্থান করছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের দারুস সালামে জঙ্গি আস্তানায় এক জঙ্গিসহ সাতজন অবস্থান করছে।

আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক থাকতে পারে বলে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানিয়েছেন।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল এসে বেনজীর আহমেদ বলেন, ‘ভেতর অবস্থান করা জঙ্গির নাম আবদুল্লাহ। তার সঙ্গে দুই স্ত্রী, দুই সন্তান ও আরা দুজন সহযোগী রয়েছে। ভেতরে বিপুল পরিমাণ অ্যাসিড-পেট্রোল রয়েছে। এ ছাড়া আবদুল্লাহর কাছে পিস্তল রয়েছে। দীর্ঘদিন ধরে সে এই ভবনে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। ফ্রিজ, এসি মেরামতের নামে সে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।’

জঙ্গি ও তার সহযোগীদের আত্মসমর্পণ করার জন্য র‌্যাব বারবার আহ্বান করে আসছে।

সোমবার দিবাগত রাত থেকে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে ছয়তলা বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব, পুলিশ।

এর আগে সোমবার দিবাগত রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মসিন্দা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে আটক করে র‌্যাব। সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- ওই বাড়ির মালিক আবুল হোসেন চিশতির ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)। তাদের দেওয়া তথ্য মতে মিরপুরের মাজার রোডের এই বাড়িতে অভিযান চালানো হয়।