নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
রোববার গভীর রাতে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে মিরপুর থানার এসআই ইদ্রিস আলী বলেন, ‘ঘটনার দিন ওই শিশু একাই তাদের পাইকপাড়ার বাসায় ছিল। এ সময় পাশের বাসার নিরাপত্তাপ্রহরী আব্দুল জলিল তাকে ফুসলিয়ে ডেকে একটি ঘরে নিয়ে যায়। এ সময় ওই শিশু চিৎকার করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।’
ইদ্রিস আলী আরো বলেন, ‘থানায় মামলা হয়েছে। জলিলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
শিশুর বাবার নাম সুজন মিয়া। মা তাসলিমা বেগম গার্মেন্টসে চাকরি করেন।