নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় মো. রামিম নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর-১ নম্বর বেড়িবাঁধ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আজ সকালে বেড়িবাঁধ বাজার এলাকায় একটি মোটর সাইকেল শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রামিম স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।