নিজস্ব প্রতিবেদক : মিরপুরে স্কুলছাত্র মো. সজীব (১৬) হত্যায় প্রধান সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার মো. রুবেলকে শেওড়াপাড়া এলাকা গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
মিরপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনার পরই রুবেলসহ অন্যরা পালিয়ে যায়। তবে গোপন সংবাদে পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেলই সজিবকে প্রথমে আঘাত করে। সে শেওড়াপাড়ার একটি বস্তিতে থাকে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
উল্লেখ্য, মঙ্গলবার রাতে হলিক্রস স্কুলের ৯ম শ্রেণির এই ছাত্র গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।