মিরপুর ইনডোতে ইরানি রোলবল খেলোয়াড় আহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুশীলনের সময় ইয়াংনা (২৫) নামের ইরানি রোলবল খেলোয়াড় আহত হয়েছেন।

শনিবার দুপুর ২টার দিকে ইনডোর স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অনুশীলন করার সময় ইয়াংনা পা স্লিপ করে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল থেকে ঢাকায় শুরু হয়েছে চতুর্থ রোলবল ওয়ার্ল্ডকাপ। বাংলাদেশসহ প্রায় ৫০টি দেশের সাত শতাধিক খেলোয়ার এতে অংশ নিয়েছেন।