মির্জাপুরে ফেনসিডিলসহ যুবক আটক

আটক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে দবিরুল ইসলাম নামে এক যুবককে ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে মির্জাপুর থানা পুলিশ।

সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

দবিরুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামে। তার বাবার নাম আনিছুর রহমান।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস দেওহাটা বাসস্ট্যান্ডে পৌঁছলে বাসটিতে তল্লাশি চালায় মির্জাপুর থানা পুলিশ। বাসে একটি লোহার ট্রাংকে রাখা ১৫০ বোতল ফেনসিডিলসহ দবিরুলকে আটক করা হয়। তাকে আজ বিকেলে আদালতে হাজির করা হবে ।