
নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে কণ্ঠশিল্পী মিলা ইসলামকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজারির জামিন ফের নামঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে রোববার ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী জামিন নাকচ করে দেন।
সানজারির পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী শামীম আহাম্মদ।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধীতা করেন।
মহিলা আইনজীবী সমিতির পক্ষে ফাহমিদা আক্তার রিংকিও জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুরের আদেশ দেন।
এর আগে গত ৯ অক্টোবরও পারভেজ সানজারির জামিন নামঞ্জুর হয়।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরই সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন পুলিশ তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ডের আবেদন নাকচ করে সানজারিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।