আন্তর্জাতিক ডেস্ক : মিশরে পৃথক দুটি দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। বুধবার দক্ষিন-পশ্চিমের প্রদেশ ওয়েদি এল জেদিদে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। একই দিন রাজধানী কায়রোতে ট্রেনের বগি লাইনচ্যুত পাঁচজনের মৃত্যু হয়েছে।
মিশরের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বাসটিতে ঠিক কতোজন যাত্রী ছিল তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
নিয়মিত সংস্কার না করায় মিশরের সড়ক-মহাসড়কগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে দেশটির আইন প্রয়োগেও তেমন কঠোরতা নেই।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কায়রো থেকে দক্ষিণের শহর আসওয়ানগামী ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিল। লাইনে সমস্যা দেখতে পেয়ে চালক তাৎক্ষনিক ট্রেনের ব্রেক চেপে ধরলে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ২৭ জন যাত্রী আহত হয়।