মিস ইউনিভার্স পিটার্সকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার

বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্স খেতাব জিতেছেন ডেমি লেই নেল-পিটার্স। লাস ভেগাসের প্ল্যানেট হলিউডের এক্সিস থিয়েটারে সোমবার বসেছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত আসর। এতে ডেমিকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের ‘মিস ইউনিভার্স’ ইরিস।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৯২ জন প্রতিযোগী এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন। এতে প্রথম রানার আপ হয়েছেন মিস কলম্বিয়া লউরা গঞ্জালেস এবং দ্বিতীয় রানার আপ মিস জ্যামাইকা ড্যাভিনা বেনেট।

৩৯ বছর পর দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্সের বিজয়ীর মুকুট উঠল দক্ষিণ আফ্রিকার কোনো প্রতিযোগীর মাথায়। মিস ইউনিভার্স ডেমি লেই নেল-পিটার্সকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।


১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার সেজফিল্ডে জন্মগ্রহণ করেন ডেমি লেই নেল-পিটার্স। দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ রাজ্যে বেড়ে ওঠেন তিনি


সম্প্রতি দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি লাভ করেন নেল-পিটার্স


ডেমি ‘মিস দক্ষিণ আফ্রিকা ২০১৭’ নির্বাচিত হন

ডেমি নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে থাকেন। মিস দক্ষিণ আফ্রিকা নির্বাচিত হওয়ার এক মাস পরই একবার অপহৃত হয়েছিলেন তিনি


প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠা হওয়ার স্বপেক্ষ কাজ করতে আগ্রহী তিনি