আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সীমান্ত এলাকায় সংঘবদ্ধ হামলায় কমপক্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। রোববার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের মংডুতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।
রাখাইন রাজ্য সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা তিন মাউং সিউ জানান, দুপুর দেড়টার দিকে মংডুর কাছে তিনটি চৌকিতে হামলা চালানো হয়।
তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। এছাড়া ছয় পুলিশ সদস্য এখনো নিখোঁজ রয়েছে।
রাজধানী নাইপিডুর এক পুলিশ কর্মকর্তা তিনটি চৌকিতে হামলার তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি কোনো বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, আট পুলিশ সদস্য নিহত হয়েছে। এসময় কয়েকজন হামলাকারীও নিহত হয়েছে।
প্রসঙ্গত, রাখাইন রাজ্যে ২০১২ সালে চরমপন্থী বৌদ্ধ ভিক্ষুকরা মুসলমানদের ওপর হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে রাজ্যটি থেকে বহু মুসলমান পরিবার পালিয়ে যেতে বাধ্য হয়। প্রাক্তন জান্তা সরকারও সংবিধানের সর্বশেষ সংশোধনীতে মুসলমানদের বহিরাগত বলে উল্লেখ করেছে।