নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মিয়ানমারের মংডু এলাকায় সেনাবাহিনীর গুলিতে মাথায় গুলিবিদ্ধ এক শিশু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছে।
বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ শোয়াইব (১১) নামের এই শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেছেন মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু আলাউদ্দিনকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা সীমান্ত পার করে প্রথমে কক্সবাজার হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশের মাধ্যমে এই শিশুটিকে কক্সবাজার থেকে দুদিন আগে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
এ নিয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোহিঙ্গাদের মধ্যে দুজনের মৃত্যু হল। এর আগে গত শনিবার মো. মুছা নামের গুলিবিদ্ধ অপর এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছিল। এ ছাড়া এখনো চিকিৎসাধীন রয়েছে আরো ১৩ রোহিঙ্গা নাগরিক।