মুকসুদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে গাঁজাসহ রঞ্জন বারী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মুকসুদপুর থানার এ এস আই অশোক কুমার দত্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধায় গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কের জলিরপাড় নবনির্মিত ব্রীজের পাশ থেকে বিক্রির সময় ২০০ গ্রাম গাঁজাসহ রঞ্জনকে গ্রেফতার করে।
এ ব্যপারে জানতে চাইলে এ এস আই অশোক কুমার দত্ত জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রঞ্জন বারী মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের রমেস বারীর ছেলে।