ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপায় এক প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধার ওপর হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রাক্তন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধার ওপর এই হামলা হয়।
হামলার পর ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগ গত ৩ নভেম্বর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শামিম মোল্লা ও সাধারণ সম্পাদক শামিম জোয়ার্দারকে এবং পরদিন জেলা ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে দল থেকে বহিষ্কার করে।
হামলাকারীরা সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোনা শিকদারের অনুসারী বলে আক্রমণের শিকার ব্যক্তির স্বজনরা জানিয়েছেন। সোনা শিকদার এক সময় জাসদ করতেন।
ঘটনার পরদিন এই বিষয়ে একটি মামলা করেন মুক্তার আহমেদের ছেলে সুমন মৃধা। শৈলকুপা থানায় দায়ের করা মামলায় ১০জনকে আসামি করা হয়। পরে দুইজনকে গ্রেপ্তার করা হয় এই মামলায়। গ্রেপ্তারের পাঁচ দিন পর তারা জেলা জজ আদালত থেকে জামিন পেয়ে বর্তমানে মুক্ত আছে। তবে মামলার আসামিদের নাম পরিচয় জানা যায়নি।
মুক্তার মৃধার ছেলে সুমন মৃধা ভিডিও দেখে অভিযোগ করে বলেন, ‘হামলাকারীদের মধ্যে প্রথমে হিট করে যাদব, যাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোনা শিকদারের বডিগার্ড হিসেবে স্থানীয়রা জানে। এর পরপরই (দ্বিতীয় ব্যক্তি) হাতুড়ি দিয়ে পায়ে আঘাত করে রিপন, এই ব্যক্তিও সোনা শিকদারের বডিগার্ড।’
তিনি বলেন, ‘দৃশ্যপটে উপস্থিত তৃতীয় ব্যক্তি (লালগেঞ্জি পরা) হরিহারা গ্রামের সুমন। তিনি সোনা শিকদারের ছেলে ইকুর সঙ্গে চলাফেরা করেন। এর পরপরই লাল গেঞ্জি পরা সুমনের হাত থেকে লোহার পাইপ কেড়ে নিয়ে আক্রমণে দেখা যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে (সাদা চেক পোলো শার্ট পরিহিত)।’
তিনি জানান, উপর্যুপরি আটটি আঘাত করতে দেখা যায় তাকে। পরে বাঁচাতে আসা লাল গেঞ্জি পরা এক ব্যক্তিকেও পেটাতে পেটাতে রাস্তার দিকে নিয়ে যান তিনি।
ভিডিওতে আরও দেখা যায় কিছুক্ষণের জন্য আক্রমণ থেমে যাওয়ার পর চাপাতি হাতে এগিয়ে আসে সোনা শিকদারের লোক বলে পরিচিত সাচ্চু।
পর পর কয়েকটি কোপ দেন তিনি। সবশেষে দেখা যায় শাওন শিকদারকে আবার তেড়ে এসে পাইপ দিয়ে পেটাতে।
সুমন মৃধা বলেন, আক্রমণকারীদের সহযোগী হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কর্নেল, উপজেলা যুবলীগের সভাপতি শামীম মোল্যা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম শিকদার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর ছিলেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপার সংসদ সদস্য আব্দুল হাই বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবি আমিও জানাই।
তিনি আরও বলেন, এ ঘটনা ঘটানো কখনই ঠিক হয়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, যখন এ হামলার ঘটনা ঘটে তখন আমি দেশের বাইরে ছিলাম। দলীয় কোনো লোকজন যদি জড়িত থাকে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
https://youtu.be/tsajkTywdSE