নিজস্ব প্রতিবেদক : যাচাই-বাছাইয়ের নামে দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় তালিকা, মুক্তিবার্তা লাল বই, প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত সনদ, সেনা, নৌ, বিমানবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার বাহিনীর বিশেষ গেজেট যাচাই-বাছাইয়ের আওতামুক্ত রাখার দাবিতে এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বলেন, ‘১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত যাচাই-বাছাইয়ের জন্য ৫ লাখ ৯৭ হাজার আবেদন করলেও যাচাই-বাছাই করে ১ লাখ ৯২ হাজার মুক্তিযোদ্ধার নাম চূড়ান্ত করা হয়। এরপর ১ লাখ ৫৫ হাজার জেলাভিত্তিক তালিকা করে মুক্তিবার্তা লালবই প্রণয়ন করা হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে শেখ হাসিনার প্রতিস্বাক্ষরিত সনদ অকার্যকর করে। সেই সময় বিএনপি সরেজমিন যাচাই-বাছাই ছাড়া নিয়ম-নীতির তোয়াক্কা না করে অমুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্তি করে।’
তিনি আরো বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর সনদ কার্যকর হয়। এই সনদ যাদের দেওয়া হয় তখন একটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে বিতরণ করা হয়, যা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে। কিন্তু বর্তমানে যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর প্রদত্ত সনদ, মুক্তিবার্তা লাল বই, ভারতীয় তালিকা, বিভিন্ন বাহিনীর গেজেট নিয়ে হাসিঠাট্টা ও তামাশা করা হচ্ছে। নৈতিকতাবিবর্জিত অনেক কর্মকাণ্ড করছে এবং পূর্বশত্রুতার জেরসহ নানা হয়রানি করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের।’
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নসহ সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।