বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা রইস। মুক্তির ষষ্ঠ দিনে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি। পাশাপাশি চলতি বছরে ১০০ কোটির ক্লাবে পৌঁছানো প্রথম বলিউড সিনেমা রইস।
গত ২৫ জানুয়ারি মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ২০.৪২ কোটি রুপি। এরপর উইকেন্ড শেষে সিনেমাটির আয় দাঁড়ায় ৯৩.২৪ কোটি রুপি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সোমবার মুক্তির ষষ্ঠ দিনে রইস আয় করেছে ৭ কোটি রুপি। ষষ্ঠদিন শেষে বলিউড বক্স অফিসে সিনেমাটির আয় ১০০.২৪ কোটি রুপি।
১০০ কোটির মাইলফলক স্পর্শ করা শাহরুখের সপ্তম সিনেমা রইস। এর আগে চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালে, জাব তক হ্যায় জান, রা-ওয়ান এবং ডন-টু বলিউড বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।
রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌরী খান।
অন্যদিকে রইস’র সঙ্গে একই দিনে মুক্তি পায় হৃতিক রোশান অভিনীত সিনেমা কাবিল। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা। হৃতিক ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, রনিত রায়, রোহিত রায়, গিরিশ কুলকার্নি প্রমুখ। ষষ্ঠ দিন শেষে বলিউড বক্স অফিসে সিনেমাটির আয় ৭১. ৮২ কোটি রুপি।