মুক্ত বাণিজ্য অব্যাহত রাখার প্রত্যয় অ্যাপেক নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর (অ্যাপেক) নেতারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় সত্বেও তারা নিজেদের মধ্যে মুক্ত বাণিজ্য অব্যাহত রাখবেন। রোববার সম্মেলনের শেষ দিনে তারা এ প্রত্যয় ব্যক্ত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি বিজয়ী হলে মার্কিনিদের চাকরির বাজারকে সুরক্ষা দেবেন এবং ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বা প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা চুক্তি বাতিল করবেন। প্রসঙ্গত, টিপিপি চুক্তির আওতায় সদস্য দেশগুলোর সরকার দেশীয় প্রতিষ্ঠান ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে কোনো বৈষম্য করতে পারবে না। এছাড়া যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই জোটের ১২টি দেশ এর মাধ্যমে নিজেদের মধ্যে শুল্কমুক্ত বাজারব্যবস্থা চালু করবে।

পেরুর লিমায় দুদিনের সম্মেলন শেষে জোটের নেতারা মুক্ত বাণিজ্যের ওপর জোর দেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, ‘ আমাদের বাজার উন্মুক্ত রাখার বিষয়ে এবং সবধরণের সুরক্ষাবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমরা পুনরায় প্রত্যয় ব্যক্ত করছি।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার ভাষণে বলেছেন, টিপিপি ছেড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য ভুল সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, ‘আমি মনে করি সামনে না এগিয়ে নিয়ে যাওয়া পুরো অঞ্চলে আমাদের অবস্থানকে এবং বৈশ্বিক বাণিজ্য নীতি গঠনে আমাদের মূল্যবোধ ও স্বার্থের যে প্রতিফলন ঘটার কথা তাকে দুর্বল করবে।’

প্রসঙ্গত, টিপিপি নিয়ে আলোচনা শুরু করেছিলেন ওবামা। কিন্তু মেয়াদের শেষ প্রান্তে আসায় এর অনুমোদন দেয়া আটকে দিয়েছে মার্কিন কংগ্রেস। কংগ্রেসের দাবি, এর সংশোধন প্রয়োজন এবং পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই কাজ করবে।