
ক্রীড়া ডেস্ক : শুধু ভারত-পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা নন, ক্রিকেট বিশ্বের প্রায় সব দর্শকরাই আজ চোখ রাখবেন এই ম্যাচের দিকে। ক্রিকেটের সবচেয়ে আলোচিত দ্বৈরথ হতে যাচ্ছে আজ। এজবাস্টন ক্রিকেট মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দল দুটি। সময়ের হিসেবে আড়াই বছর পর মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
যদিও ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভারত। কিন্তু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে তাদের রেকর্ড খুব একটা ভালো নয়। চ্যাম্পিয়নস ট্রফিতে আগের তিন ম্যাচের ২টিতেই জিতেছে পাকিস্তান। ১টিতে ভারত। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১ বারের মুখোমুখিতে ১০বারই জিতেছে ভারত।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সরব। সরব দুই দেশের সংবাদ মাধ্যমও। দুই দেশের ক্রিকেটবোদ্ধারা নানারকম মন্তব্য ও সমালোচনা করছেন। সেই মিছিলে সামিল হয়েছেন বিতর্কিত নভোজত সিং সিধু। তিনি জানিয়েছেন পাকিস্তানকে হারানো গঙ্গাস্নান করে পাপ বিসর্জন দেওয়ার সামিল। পাকিস্তানকে হারানোটা ভারতের জন্য বিরাট সম্মানের।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সিধু বলেন, ‘ভারত দলের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। পাকিস্তানের বিপক্ষে ভারত যদি আজ ম্যাচটি জিতে যায় তাহলে সেটা আমাদের জন্য বিরাট সম্মানের বিষয় হবে। পাকিস্তানকে হারানোটা হবে পবিত্র গঙ্গায় স্নান করে পাপ বিসর্জন দেওয়ার মতো।’