মুখ থুবড়ে পড়ে আছে বিশ্ব বিবেক

নিউজ ডেস্ক : নাফ নদীর মিয়ানমার প্রান্তে উল্টো হয়ে পড়ে থাকা শিশুর নিথর দেহ এখন বিশ্বের সমস্ত সীমানা প্রাচীর, নদী, সাগর-মহাসাগর, কাঁটাতার পেরিয়ে দূরের আকাশে মিলিয়ে যাওয়া ছোট্ট একটি তারা।

১০ মাস বয়সী তোহাইত পৃথিবীর সমস্ত নিয়ম-কানুন, ভিসা, অভিবাসন, পাসপোর্ট, নাগরিকত্ব, ধর্ম সব ছাপিয়ে এখন একটি মুক্ত পাখির নাম। তোহাইতের আকাশে জাতিসংঘ নেই, সীমান্ত নেই, কাঁটাতার নেই, সৈন্য নেই, অস্ত্র নেই এমনকি ক্ষুধার যন্ত্রণাও নেই।

তিন বছর বয়সের আয়লান কুর্দির কথা মনে আছে? সিরিয়া থেকে গ্রীস যাচ্ছিল পরিবারের সঙ্গে। ঈজিয়ান সাগরের পাশে বদরাম সৈকতে উল্টো হয়ে পড়ে ছিল যার নিথর দেহ। তখন বিশ্বজুড়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছিল। তাই অনেকে তোহাইতকে আয়লানের সঙ্গে তুলনা করে বলছেন ‘আয়লান রোহিঙ্গা’।

তোহাইতের নৃশংস এই হত্যাকাণ্ডের (আমি একে হত্যাকাণ্ডই বলি) পর ছবি দেখে আমার বিন্দু পরিমাণ আক্ষেপ হয়নি। বরং মনে মনে শান্তি পেয়েছি, অন্ততপক্ষে একটি শিশু মুক্তি পেয়েছে। মুক্ত বিহঙ্গের মতো আকাশে উড়ে বেড়াতে পারবে। নিজের ইচ্ছে মতো উড়াউড়ি করতে পারবে। তাই তোহাইতের মৃত্যু আমাকে শঙ্কার চেয়ে, উদ্বেগের চেয়ে, বিষাদের চেয়ে মুক্তির আনন্দ দিয়েছে বেশি। তোহাইতের উপুড় হয়ে আকাশকে ঢেকে দেওয়ার দৃশ্য দেখে বিমূঢ় হইনি, বরং পৃথিবীর নিয়ম-কানুন আর ক্ষমতার রেষারেষিতে তোহাইত লজ্জা পেয়ে পিঠ দর্শন করেছে এই ভেবে আমি খুশি হয়েছি।

আমি কি ভুল বলছি? নদীর পাড়ে হলুদ টি-শার্ট পরিহিত তোহাইতের উপুর হয়ে পড়ে থাকার দৃশ্য অন্য কারো কাছে অন্য কোনো মানে থাকলেও আমার কাছে এর মানে হলো- তোহাইত পৃথিবীর জঘন্যতায়, বর্বরতায়, প্রতিহিংসায় আর নৃশংসতায় লজ্জা পেয়েছে, ঘৃণায় মুখ লুকিয়েছে নদীর পাড়ের বালুচরে।

তোহাইতকে নিয়ে আমি কোনো আহাজারি করতে চাই না। তোহাইতকে নিয়ে আমি শোকগ্রস্ত হতে চাই না। তোহাইতকে নিয়ে আমি কোনো প্রলাপ করতে চাই না। আমি খুশি কারণ, তোহাইত বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এই পৃথিবীর নোংরা রাজনীতিকে।

তোহাইতের মৃত্যুতে মরা কান্নার চেয়ে আমি স্বস্তি পাই এই বলে, অন্তত একটি শিশু মুক্তি পেল পিশাচের খড়্গ থেকে। বিশ্বে লাখ লাখ শিশু এখনো উদ্বাস্তু, ভুগছে পুষ্টিহীনতায়, আছে খাদ্যের সংকট, শিক্ষা থেকে বঞ্চিত, সর্বোপরি মানবাধিকার বঞ্চিত। সে সব শিশুদের নিয়ে ভাবা দরকার। সে সব শিশুদের জীবন বাঁচানোর জন্য বিশ্ব বিবেক জাগ্রত হওয়া দরকার। বিশ্ব নেতাদের শান্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য চাপ সৃষ্টি করতে হবে। বিশ্বের সকল দেশের সকল স্তরের মানুষকে এক হয়ে ‍যুদ্ধবাজদের বয়কট করতে হবে। প্রতিশ্রুতিবদ্ধ করতে হবে যে, শক্তি প্রদর্শন করতে গিয়ে যেন একজন মানুষেরও প্রাণ না যায়, একটি শিশুও যেন না মরে। বিশ্বের সব দেশের নাগরিকই যেন খেয়ে-পরে শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আর কোনো তোহাইতের জীবনপ্রদীপ যেন নদীর পাড়ে আছড়ে না পড়ে, আর কোনো তোহাইতকে যেন আশ্রয় নিতে গিয়ে দেশ ছাড়তে না হয়, জীবন দিতে না হয়।

ছবিটা দেখার পর থেকে বার বার আয়লান কুর্দির কথা মনে পড়ছে আমার। মনে পড়ছে পৃথিবীর লাখ লাখ আশ্রয়হীন অসহায় শরণার্থীর কথা। রোহিঙ্গা ইস্যু এই সময়ের সবচেয়ে বার্নিং ইস্যু। সারা বিশ্বের জন্যই এটা বার্নিং ইস্যু। আর আমাদের জন্য তো আরো বেশি বেদনাদায়ক। পার্শ্ববর্তী দেশ হওয়াতে রোহিঙ্গা সমস্যা এবং রোহিঙ্গাদের আশ্রয়হীন জীবনের প্রত্যক্ষদর্শী আমরা।

মাত্র সপ্তাহখানেক আগে রোহিঙ্গা ইস্যু নিয়ে লিখেছি। ফেসবুকে ছবি ফটোশপ করে ছেড়ে তা দিয়ে প্যানিক তৈরিকারীদের দ্বারা যেন কেউ প্রভাবিত না হয়, ইমোশনালি যেন রোহিঙ্গা ইস্যুটা নিয়ে কথা না বলে এবং দায়সারাভাবে মন্তব্য না করে সেই কথা বলেছিলাম। আমি বিশ্বাস করি, ইমোশনালি রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলা মানে তাদের দুর্দশা আরো বাড়ানো। সঙ্গে নতুন কাউকেও একই রাস্তায় টেনে নিয়ে দুর্দশায় ফেলা। আজকেও এই ছবির ওই শিশুটিকে দেখে অনেকে অনেক কথা বলছেন। রাষ্ট্র ও জাতি ধারণাবাদের বাইরে গিয়ে মানুষের কথা বলছেন। আমিও বলতে চাই রাষ্ট্র ও জাতি না, মানুষ ও তার জীবন প্রাধান্য পাক মানুষের কাছে, ক্ষমতাবানদের কাছে। কিন্তু কথা হলো এই অবস্থার কতটুকু বাস্তবতা আছে? খাতা কলম বা তত্ত্বে হয়তো আমরা এমন ভুখণ্ড কল্পনা করতে পারি। কিংবা কাঁটাতারহীন রাষ্ট্র, জাতীয়তাবাদী চরিত্রহীন রাষ্ট্র পেতে পারি। চর্চার ক্ষেত্রে তা কি পাওয়া যায়?

আমি আমার পরিচিতজনদের প্রতিক্রিয়া নিয়ে বলছি। এক পরিচিত চলচ্চিত্র পরিচালককে দেখলাম শিশুটির ছবি দিয়ে ক্যাপশন দিয়েছেন, আমাদের জাতীয়তাবাদী চরিত্রকে ঘৃণা করি। আমি নিজেও জাতীয়তাবাদী চরিত্র পছন্দ করি না। কারণ জাতীয়তাবাদ জাত্যাভিমান তৈরি করে। কিন্তু মিয়ানমার ইস্যুতে আমাদের জাতীয়তাবাদী চরিত্র না থাকলে কি হতো? রোহিঙ্গাদের দুর্দশা কি কিছু কমতো? সত্যি বলছি এর কোনো মানে আমি জানি না। গুটিকয়েক মানুষ হুট হাট ঝামেলা পাকিয়ে পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে।

কিছু প্রগতিশীল বলছেন, আমাদের রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া উচিত। বাংলাদেশ সীমান্তে যে কড়াকড়ি তা শিথিল করা দরকার। বিপন্ন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমাদের মানবতাবাদী আর্দশের চর্চা করা উচিত। কিন্তু বাংলাদেশই বা কতদিন খাওয়াবে তাদের। বিশ্ব নেতাদেরই বা কি মনোভাব তাদের ব্যাপারে। শুধু গুটিকয়েক মানবাধিকার সংস্থা আর জাতিসংঘের বুলেটিনে কি সীমাবদ্ধ থাকলেই সমস্যার সমাধান হয়ে যাবে? জাতিসংঘ কয়েকদিন আগেও বলেছে এইবারের সঙ্কটের পরও অনেক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যারা বাইরে থেকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে দোষারোপ করছেন তাদের এই বিষয়গুলো নিয়ে ভাবা জরুরি।

আয়লান কুর্দির লাশ কেন সমুদ্রে ভেসেছিল? পশ্চিমারা শক্তিশালী অর্থনীতি নিয়েও তাদের সীমান্তে কেন কড়াকড়ি টহলের ব্যবস্থা করেছিল? নিশ্চয় কোনো কারণ ছিল। আমাদের দেশ তো সে তুলনায় যথেষ্ট গরিব। তারপরও কম সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়নি। কেবল ২০১২ সালের পর যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তারা কি করছে এখন, তাদের অবস্থা কি এখন, তা কি সেই সব প্রগতিশীলরা ভেবেছেন। রোহিঙ্গা ইস্যুতে যারা বাংলাদেশ সরকারকে দায়ী করছেন তাদের এটা বলা যায়, সরকারের উচিত সব রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক করে নেওয়া। এ ছাড়া তো আর আশু কোনো সমাধান দেখছি না। আমরা তো সেই জাতি যারা ঢাকার প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করে জাতিসংঘকে ঘেরাও করার ঘোষণা দিতে পারি। অকার্যকর করে ফেলার হুমকি দিতে পারি। আমেরিকাকে বয়কট করতে পারি। আরো অনেক কিছু করতে পারি। আসলে কি যে পারি না এটা বোধহয় আমাদের জানা নেই।

একটা ১০ মাস বয়সের শিশুর লাশ পড়ে আছে নদীর পাড়ে কাদায়। প্রতিদিন এমন অনেক শিশুর মৃত্যু ঘটছে মিয়ানমারের আরাকানে। আমরা কয়টার কথা জানি? এখন এই ছবিটা চোখে পড়েছে বলে গলা ফাটাচ্ছি। আমাদের উত্থিত এই মানবতা বোধ দিয়ে আমরা সরকারকে বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনার জন্য কথা বলতে পারি। আমরা সংঘবদ্ধ হয়ে সেই দাবি করতে পারি। ইসলামী দলগুলো মানববন্ধন মিছিল মিটিং করছে মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতনের প্রদিবাদে। ধর্মীয় জায়গা থেকে তারা এটি করছেন। মানবিকতার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। বিপন্ন মানবতার যে চিত্র শিশুর ছবিতে ভেসে উঠেছে তা মোকাবিলার জন্য ধর্মীয় আবেগে নয়, জাতিগত আবেগে নয়, মানবতাবোধের আবেগ থেকে এগিয়ে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, যেন পৃথিবীর সব শিশু নিরাপদে বেঁচে ওঠে, বেড়ে ‍ওঠে। পৃথিবীর সব শিশুর এটা অধিকার। এই অধিকার রাজনীতির ব্যানার ফেস্টুনের না, এই অধিকার মানুষ হিসেবে জন্মসূত্রে প্রাপ্য। বদরাম সৈকতে আয়লান আর নাফ নদীতে তোহাইত, যেখানে মুখ থুবড়ে পড়ে আছে বিশ্ববিবেক। এই আমাদের সভ্যতার লজ্জা। এই লজ্জা আর কতদিন?