
কলকাতার মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকায় চুরির অপবাদ দেওয়ায় টিনা হালদার (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার সন্ধ্যায় ওই থানার সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এদিন শ্বশুরবাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন টিনা। তার বাবার বাড়ি জলঙ্গি থানার চোয়াপাড়া গ্রামে। আত্মহত্যার আগে টিনা হালদার চিরকুটে (ডায়েরি) সব লিখে রেখেছিলেন। সেই চিরকুটও পুলিশ উদ্ধারও করেছে।
আট মাস আগে প্রেম করেই সাহেবরামপুর গ্রামের বিপুল সরকারের সঙ্গে টিনার বিয়ে হয়। সংসার তাদের ভালোই চলছিল। কিন্তু পাশের একটি বাড়িতে কনে সাজাতে গিয়েছিলেন টিনা। সেই সময়ে ওই পরিবারের একজনের কানের দুল হারিয়ে যায়। চুরির অভিযোগ টিনার ওপর চাপায় শ্বশুরবাড়ির সবাই। যদিও একাধিকবার ওই পরিবারকে টিনা হালদার বলেছিলেন, তিনি চুরি করেননি। কিন্তু তার কথা কেউ শোনেনি। শেষমেশ চুরির অভিযোগ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন টিনা।
এই ঘটনায় টিনার পরিবারের অভিযোগ, যে জোর করে আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।