মুশফিকের অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো একটি সিরিজের প্রত্যাশা

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) আর্থিক কাঠামো নিয়ে নতুন চুক্তিতে সই করবে দুই-একদিনের ভিতরেই। এর অর্থ, দীর্ঘদিন পর অসি ক্রিকেটাররা আবারও মাঠে ফিরতে যাচ্ছেন।

আগামী ১৮ আগস্ট তারা বাংলাদেশ সফরে আসবে। বাংলার মাটিতে খেলবে দুই টেস্ট। সিএ ও এসিএর মধ্যকার দ্বন্দ্বের অবসান হওয়ায় স্তস্তি ফিরে এসেছে বাংলাদেশেও। ক্রিকেট পাড়া থেকে শুরু সব জায়গায় একটাই প্রশ্ন, অস্ট্রেলিয়া আসবে তো? এখন নিশ্চিত করে বলা যায় অস্ট্রেলিয়া যথাসময়ে সেরা দল নিয়ে বাংলাদেশ সফর করবে। জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম সরাসরি বলে দিয়েছেন, ‘এটা অবশ্যই স্তস্তির। আমি না, পুরো দলই এক্সসাইটেড।’

মুশফিকের উত্তেজনা দ্বিগুণ হওয়ার পিছনে কারণ ভিন্ন। ২০০৫ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর মুশফিকুর রহিম টেস্ট খেলেছেন ৫৪টি। এক যুগ হয়ে গেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে খেলা হয়নি টেস্ট অধিনায়কের। এবার তাই তার উত্তেজনা, আগ্রহ অন্য সবার থেকে বেশি। মুশফিকের নেতৃত্বে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বকে নতুন বার্তা দিয়েছিল টাইগাররা। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করে নিজেদেরকে আরও উপরে তুলতে চান মুশফিক। তার ভাষ্য, ‘বাংলাদেশ দল ধারাবাহিকভাবে শেষ কয়েকবছর ধরে খেলে যাচ্ছে। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে যদি আমরা ভালো খেলতে পারি তাহলে বিশ্ব ক্রিকেটকে একটা ভালো বার্তা দেয়া হবে। আমরা চেষ্টা করব সেই ধারাবাহিকতা বজায় রাখতে। তবে কাজটা সহজ নয়। ওরা উপমহাদেশেও ভালো।’

মুশফিক দারুণ একটি সিরিজের প্রত্যাশায় আছেন,‘আমরা আমাদের সেরা প্রস্তুতি নিচ্ছি। আশা করছি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো একটি সিরিজ হবে।’