
ক্রীড়া ডেস্ক : ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট ২০০ রান করেছিলেন মুশফিকুর রহিম। আর ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ২০৬ রান করেছিলেন তামিম ইকবাল। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ২১৭ রানের নজড়কাড়া ইনিংস খেলেছেন সাকিব।
নজর কারা এ ইনিংসের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ অবস্থানটি দখলে নিলেন সাকিব আল হাসান। ওয়েলিংটনে ব্যাট করতে নেমে দীর্ঘ দুই বছর পর পেলেন সেঞ্চুরির দেখা। দ্বিতীয় দিনে সেটিকে টানতে টানেত ডবল সেঞ্চুরিতে পরিণত করেন দেশসেরা এ অলরাউন্ডার।
সাকিব দিন শুরু করেছিলেন ৫ রান নিয়ে। ১৫০ বলে স্পর্শ করেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। অসাধারণ এক জুটিতে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিমও। সেঞ্চুরির পরও এগিয়ে যান দুজন। গড়েন বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় জুটির রেকর্ড।
সেঞ্চুরিটা কাছাকাছি সময়ে হলেও ক্রমে মুশফিককে ছাড়িয়ে অনেকটা এগিয়ে যান সাকিব। ১৯১ বলে ছুয়েঁছেন দেড়শ। কলিন ডি গ্র্যান্ডহোমকে দারুণ এক স্কয়ার কাটে চার মেরে দুইশর ঠিকানায় পৌঁছেন ২৫৩ বলে। অসাধারণ এ ইনিংস খেলার পথে ৩০টি চারের মার মারেন সাকিব আল হাসান। শেষপর্যন্ত ২৭৬ বলে ৩১ চারে ২১৭ রানের রেকর্ড ইনিংস খেলে আউট হন সাকিব।