মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে হিজড়াদের সংগঠন পদ্মা কুঁড়ি হিজড়া সংঘ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের নেত্রী সীমা হিজড়া বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্মম নির্যাতন করা হচ্ছে। মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকে গুলি করে হত্যা করছে। সাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে অসহায় মুসলমানদের।

সীমা হিজড়া বলেন, বর্বর দৃশ্য দেখে আমরা আর ঘরে থাকতে পারলাম না। আমাদের সবার চোখে আজ অশ্রু। তাই রাজপথে নেমে এসেছি।

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা আর সহ্য করতে পারছি না। আপনি কিছু একটা করুন।

মানববন্ধনে পদ্মা কুঁড়ি হিজড়া সংঘের সভাপতি আনুরী হিজড়া, সেক্রেটারি রুপা হিজড়া, কোষাধ্যক্ষ বিউটি হিজড়াসহ শতাধিক হিজড়া ছিলেন।