মূলঘরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের বানিয়াখালী সৎসঙ্গ আশ্রমে গত মঙ্গলবার বিশিষ্ট সমাজ সেবক, উন্নয়ন কর্মী, রাজনীতিবীদ, সাবেক ছাত্র নেতা, ডায়াবেটিক সমিতির খুলনার সাবেক সভাপতি, এডাব খুলনার চ্যাপ্টারের সাবেক সভাপতি ও বে-সরকারি উন্নয়ন সংস্থা নবলোক এর প্রয়াত নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াহিদুজ্জামান এর স্বরণে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। এতে সভাপতিত্ব করেন নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক মোঃ আলতাফ হোসেন। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ আব্দুল হান্নান এর পরিচালনায় বক্তব্য রাখেন পরিচালক ক্ষুদ্র ঋণ (কৃষি ও অপারেশন) মুহাঃ ফখরুল ইসলাম, ডাঃ মফিজুল ইসলাম, ইউপি সদস্য মহাদেব বিশ্বাস মদন ও সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মমতাজ খাতুন। বিনা মুল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পে ১৬৪ জন রোগীকে চিকিৎসা প্রদান এবং ১৮জন রোগীকে ছানি ও মাংসবৃদ্ধি অপারেশন করা হয়। এ ছাড়াও ১০৫ জনকে বিনা মূল্যে রক্তের গ্রæপ নির্নয়, রক্ত চাপ পরীক্ষা ও ওজন পরিমাপ করা হয়।