আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুর ২০ বছর পর প্রিন্সেস ডায়নার ভাস্কর্য তৈরির উদ্যোগ নিয়েছে দুই ছেলে উইলিয়াম ও হ্যারি। মায়ের স্মৃতিকে উজ্জ্বল করতেই তাদের এ উদ্যোগ বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
ভাস্কর্যটি ডায়নার প্রাক্তন বাড়ি কেনসিংটন প্রাসাদে রাখা হবে এবং এটি হবে সবার জন্য উন্মুক্ত । আশা করা হচ্ছে চলতি বছরের শেষ দিকে এর নির্মাণ কাজ শেষ হবে।
উইলিয়াম ও হ্যারি এক বিবৃতি বলেছেন, ‘আমাদের মায়ের মৃত্যুর পর ২০ বছর পেরিয়ে গেছে। একটি ভাস্কর্য স্থাপনের মাধ্যমে যুক্তরাজ্য ও সারা বিশ্বে তার ইতিবাচক প্রভাব উপস্থাপনের এটাই সঠিক সময়। আমাদের মা অনেক জীবনকে স্পর্শ করেছে। আমরা আশা করি, কেনসিংটন প্রাসাদ পরিদর্শণে যাবেন ভাস্কর্যটি তাদের কাছে তার (ডায়নার) জীবন ও কর্মকে প্রতিফলিত করবে।’
প্রিন্সেস ডায়না, বিশ্বব্যাপী তার সামাজিক কর্মকান্ডের জন্য বিখ্যাত। ১৯৯৭ সালের আগস্টে একটি গাড়ি দুর্ঘটনায় তিনি মাত্র ৩৬ বছর বয়সে তার মৃত্যু হয়।