বরিশাল : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদী থেকে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার উলানিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে ওই লাশ উদ্ধার হয়।
৩৩ বছর বয়সি ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল কুমার দে জানান, লাশটি বাজার সংলগ্ন নদীর বাঁধে আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের মুখে রক্তের দাগ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।