মেজর জিয়াউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ মন্ত্রিসভা

সচিবালয় প্রতিবেদক :  মহান মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ২৮ জুলাই শুক্রবার মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন (৭৫) সিঙ্গাপুরে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান।

২৯ জুন গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিডনি ও লিভারসহ নানা সমস্যায় তার শারিরিক অবস্থার অবনতি ঘটেলে সরকারি পৃষ্ঠপোষকতায় তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। জিয়াউদ্দিন পিরোজপুর শহরের পাড়েরহাট রোডের মরহুম আফতাব উদ্দিনের ছেলে।