নিজস্ব প্রতিবেদক : নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের ১২ তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের জনসংযোগ কর্মকর্তা নুরুজ্জামান পাটোয়ারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের সম্পদ, আগামী দিনে নিজেদের যোগ্য ডাক্তার হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করবেন এবং চিকিৎসা ক্ষেএে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম আরো উজ্জল করবেন এটা প্রত্যাশা করি।
নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শেখ আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভাইস চেয়ারম্যান মো. আনছার আলী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ মিয়া, অধ্যাপক ডা. মো সোহরাব আলী, অধ্যাপক ডা. মো. ফজলুল হক, অধ্যাপক ডা. মো. নাজমুল হক, কো-অর্ডিনেটর মো. ফজলুর রহমান এবং ১২ তম ব্যাচের শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।