
নিজস্ব প্রতিবেদক : মেডিক্যাল ডিভাইস ব্যবসায়ীরা আগামীকাল ৬ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত তিন দিন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন।
সোমবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৫ ডিসেম্বর পর্যন্ত দাবি না মানায় তারা এ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
ধর্মঘটের পরও যদি দাবি পূরণ না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন মেডিক্যাল ডিভাইস ব্যবসায়ীরা।
একই সঙ্গে মেডিক্যাল ডিভাইস গাইড লাইন-২০১৫ এর অন্তর্ভুক্ত মেডিক্যাল, সার্জিক্যাল দ্রব্যাদি আমদানিকারক ও বিক্রেতাদের ঔষধ প্রশাসনের হয়রানি থেকে মুক্তি করার দাবি জানানো হয়।
এর আগে গত ২৮ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ৫ ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মেডিকেল ইন্সট্রুমেন্ট অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহম্মেদ ধর্মঘট সফল করতে সংশ্লিষ্ট সব ব্যবসায়ীদের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এই ধর্মঘটের কারণে রোগীদের কোনো অসুবিধা হলে তার জন্য ব্যবসায়ীরা নয়, ঔষধ প্রশাসনকে দায়ী থাকতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএমএ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শামসুল হুদা, বাংলাদেশ মেডিক্যাল ইন্সট্রুমেন্ট অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ঢাকা জেলা শাখার সভাপতি মো. জাভেদ আহমেদ ও বাংলাদেশে বৈজ্ঞানিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সেলিমসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. জাভেদ আহমেদ বলেন, ২০১৩ সালের ১৮ জুলাই ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ধারা ৩(বি) অনুযায়ী, জীবন রক্ষাকারী মেডিক্যাল ডিভাইসেস এবং সার্জিক্যাল মেটেরিয়েলস, যেমন: ডিসপোজেবল সিরিঞ্জ, ব্লাড ব্যাগ, আইভি ইনফিউশন সেট, স্ক্যাল্প ভেইন সেট ইত্যাদি ঔষধ জাতীয় পণ্য হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে প্রায় ৪ হাজার মেডিক্যাল ডিভাইসের নাম উল্লেখ করে একটি মেডিক্যাল ডিভাইসেস রেজিস্ট্রেশন গাইডলাইন-২০১৫ (প্রস্তাবনা) জারি করেছে। যা ড্রাগ অ্যাক্ট ১৯৪০ ধারা ৩(বি) এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মেডিক্যাল ডিভাইসেস রেজিস্ট্রেশন গাইডলাইন এখনো গেজেট আকারে প্রকাশিত হয়নি।
তিনি আরো বলেন, আমদানিনীতি ২০১৫ থেকে ২০১৮ এর পরিপ্রেক্ষিতে শুধু ইনভেসিভ আইটেম ঔষধ প্রশাসনের আওতাধীন আছে। নন-ডুভেসিভ আইটেম ঔষধ প্রশাসনের আওতামুক্ত রাখার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, আমরা যেসব মেডিক্যাল ডিভাইস আমদানি ও কেনাবেচা করে থাকি তা গুণগত মানের দিক থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আইএসও, সিই, এফডিএ কর্তৃত অনুমোদিত। ড্রাগ অ্যাক্টের ৭৫ বছরেও এর কার্যকারিতা সম্পর্কে কোনো অভিযোগ আসেনি। এমনকি আজ পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়নি। আমদানি করা মেডিক্যাল ডিভাইস পণ্য বিশ্বমানের এবং ড্রাগ অ্যাক্ট ১৯৪০ সালের আওতাধীন নয়। তাই রেজিস্ট্রেশনের আওতামুক্ত রাখা দাবি জানাচ্ছি।
তিনি অভিযোগ করেন, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঔষধ প্রশাসন একটি। যদি রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হয় ১২০ কোটি টাকার বাণিজ্য হবে বলে আমি মনে করি।
এতো বড় খাত ঔষধ প্রশাসনে পক্ষে দেখভাল করা সম্ভব নয়। তাই মেডিক্যাল ডিভাইসেস নামে আলাদা একটি অধিদপ্তর করার প্রস্তাবনা রাখেন মো. জাভেদ আহমেদ।