আল-আমীন, মেহেরপুরঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে সংলগ্ম এলাকা থেকে মুজিবনগর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পদক রফিকুল ইসলাম মোল্লার দখল থাকা প্রায় অর্ধ কোটি টাকার সরকরী খাস জমি উদ্ধার করেছেন করলেন জেলা প্রশাসক।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক পরিমল সিংহ ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়নকবির সেখানে অভিযান চালিয়ে সরকারী জমি দখলে নিয়ে সেখানে লাল পতাকা টাঙিয়ে দেন। এসময় সেখানে বাগোয়ান ইউনিয়ন ভুমি কর্মকর্তা ইউসুফ আলী, উপজেলা ভুমি অফিসের নাজির হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাগোয়ান ইউনিয়ন ভুমি কর্মকর্তা ইউসুফ আলী জানান, বছর দুয়েক আগে থেকে রফিকুল ইসলাম নামের এক ব্যাক্তি সরকারী খাস খতিয়ানের ২৬ শতক জমিটি অবৈধ দখলে নেন। পরে জমির চারপাশে বাঁশের বেড়া দিয়ে সেখানে কলার আবাদ করতেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ওই জমি সরকারী দখলে নিয়ে সেখানে লাল পতাকা টাঙিয়ে দেন। পরে জমিটি হাট সম্প্রসারণ করণের কাজে ব্যবহার করার নির্দেশ দেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক পরিমল সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে দাপ্তরিক কাজ চলছে।