আল-আমীন,মেহেরপুরঃ হাত ধোয়ার অভ্যাস গড়ি এ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস। আজ বেলা ১০টার দিকে র্যালি ও আলোচনা সভা করেছে গাংনী উপজেলা প্রসাশন ও জনস্বাস্থ্য অধিদপ্তর। দিবস টি উপলক্ষে জনস্বাস্থ্য অধিদপ্তরের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থানে এসে শেষ হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক,সাবেক প্যানেল মেয়র-৩ গাংনী পৌরসভা মিজানুর রহমান(মদন) সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক গণ উপস্থিত ছিলেন।
ছাত্র-ছাত্রীদেরকে হাত ধোয়া কলা-কুশলী শিখানোর মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্ত করা হয়।