গাংনী অফিসঃ
মেহেরপুরের গাংনীতে বৃহঃপতিবার দুপুর ১২টায় সময় হাসপাতাল বাজারের এই দুর্ঘটনা ঘটে।আহত বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দীনের পরিবারে লোকজন জানান গাংনী বাজার থেকে বাড়ি ফেরার পথে অটো পাওয়ার বাইক পিছন থেকে সজরে ধাক্কা দেয়। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে।স্থানীয় জনতা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থা কমপ্লেক্র এ ভতি করেন।মাথা য় ৩টা সেলায় হয়েছে সে বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থা কমপ্লেক্র এ চিকিৎসাধীন আছেন।