মেহেরপুরের গাংনীর তেরাইল গ্রামে স্ত্রীর শ্লীতাহানির অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে স্ত্রীর শ্লীতাহানির অভিযোগ পাওয়া গেছে । গত শনিবার বেলা ২টার সময় এই ঘটোনা ঘটেছে বলে অভিযোগ করেন সদ্দ নাম ধারী রজিনা খাতুনের স্বামী নাজমুল হক, একই গ্রামের আলমাছের ছেলে স্বপন (১৮) এর সাথে একবছর যাবত পরোকিয়া প্রেম গড়ে ওঠে । ঘটনার দিন নাজমুল এর পিতা মান্নান ও তার স্ত্রী যশোরে বেড়াতে গেলে সুযেগ বুঝে ঘাতোক স্বপন ঘরে ডুকে রজিনা খাতুনের সাথে অনৈতিক কাজ করে ঘর থেকে বের হওয়ার সময় প্রতিবেশি মারজিয়া খাতুন ও রিক্তাসহ স্থানীয়রা দেখে ফেলে । এই ঘটোনা ঘটার পর নাজমুল সমাজ প্রতিদের কাছে বিচার দাবি করলে একই গ্রামের রেজাউল হকের ছেলে, রাজু ও কাজিমদ্দীনের ছেলে ,দাউদ হোসেন মিলে নাজমুলকে মারটিপ করে। এবং বলে তুই চুপ থাকবি এবং বিচার দাবি করলে অসুবিধা আছে । সমাজ প্রতিরা বিচার করবে বলে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে । নাজমুল হকের পিতা মান্নান জানান, আমি এই ঘটনার বিচার দাবি করছি বলে তিনি জানান,