আল-আমীন,মেহেরপুর :মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা পাঙ্গাসীপাড়া চলাচলের একটি মাত্র রাস্তা, তার অবস্তা বেহাল দর্শা ।গ্রামটি দেখলে বুঝার উপায় নেই।এটি বাংলাদেশের রাস্তা না অন্য দেশ।
মেহেরপুরের গাংনী উপজেলার ৮নং ধানখোল ইউপি ৩নং ওয়ার্ডে ঢেপা পাঙ্গাসীপাড়া গ্রামের মধ্যে দিয়ে যান চলা চলের একটি মাত্র রাস্তা ।এই রাস্তায় মানুষের চলাচলের জন্য কোন সুযোগ নেই্ প্রতিদিন দূর্ঘটনার স্বীকার হচ্ছে।কোন ধরনের যানবহন চলার সুযোগ নেই। সাম্যন বৃষ্টি হলে হাটু কাদা ও পানি জমে যায় এই গ্রামের বাসিন্দা সাহাদত হোসেন জানান ,এই গ্রামটি বয়স দীর্ঘ ৫০বছর, আর এই ৫০বছর যাবত অসুবিধা মধ্যে আছি। ভোটের আগে অনেক নেতা আশ্বাস দেন কিন্ত রাস্তটি কোন সুরাহ আজও হয়নি।
ঢেপা হারুন অর রশিদ বাড়ী থেকে ঢেপা পাঙ্গাসীপাড়া গাবতলা পর্যন্ত প্রায় ৩.৫কিলোমিটার রাস্তা জরুরী ভাবে রাস্তটি পাকা করণ হলে শত শত মানুষে ভুগান্তী শেষ হবে। এই বিষয়ে গাংনী উপজেলা এলজিইডি কর্মতর্কার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে পায়া যাইনি।