জেলা প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনীতে রেশমা খাতুন (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবারের লোকজন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের হুক থেকে মরদেহটি উদ্ধার করে তারা।
রেশমা খাতুন তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প পাড়া এলাকার শান্ত হোসেনের স্ত্রী। সে করমদী দাখিল মাদ্রাসার থেকে এ বছর দাখিল পরীক্ষার ফলাফলপ্রার্থী।
স্বামীর পরিবার এটিকে আত্মহত্যা বললেও গৃহবধূর বাবার পরিবারের দাবি স্বামী ও শাশুড়ি মিলে তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
স্থানীয় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফেরদৌসী খাতুন জানান, দেবীপুর গ্রামের আতাহার আলীর মেয়ে রেশমা খাতুন ও তেঁতুলবাড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শান্ত দুজনেই করমদী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। ভালোবাসার সম্পর্কের রেশ ধরে প্রায় ২ বছর আগে বিয়ে হয় তাদের। দুজনেই দাখিল পরীক্ষা দিয়েছে। ফলাফল পাওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি বলেছেন এলাকায় গুঞ্জন রটেছে তাকে হত্যা করে ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ এলে আসল বিষয় বেরিয়ে আসবে।
নিহতের বাবা আতাহার আলী বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়ের উপর বিভিন্ন সময়ে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন চালিয়ে আসছিল। আজকে তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।